ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই)সকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলার হলরুমে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, চান্দিনা পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান। উপজেলার এন সিপির যুগ্ম সম্বনয়ক ফারহানা ইয়াসমিন। জুলাই শহীদের আত্নার মাগফেরাত কামনা, দেশ ও জাতির কল্যানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়।