ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা ও পৌর শাখা।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে চান্দিনা মোকামবাড়ী থেকে মিছিলটি শুরু হয়ে চান্দিনা বাজার হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন—
চান্দিনা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন,পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম,উপজেলা সেক্রেটারি আব্দুল আহাদ,পৌর সেক্রেটারি ইয়াহিয়া রায়হান,উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা ইলিয়াস সরকার,উপজেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুর রহমান সরকার,পৌর শূরা ও কর্ম পরিষদ সদস্য হাবিবুল্লাহ বাহার,
বাতাঘাসি ইউনিয়নের আমীর নুরুল ইসলাম পারভেজ,
সুহিলপুর ইউনিয়ন আমীর মাওলানা সালেহ গাজী,
বাড়েরা ইউনিয়নের আমীর মিজানুর রহমান,মাধাইয়া ইউনিয়ন সভাপতি আব্দুল বাতেন,পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আবু হানিফ প্রমুখ।