ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়ের স্মরণে আনন্দ র্যালি আয়োজন করেছে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চান্দিনা উপজেলা ও পৌর শাখা।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলার মাধাইয়া বাজারে এলডিপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের মোড় ঘুরে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। র্যালিতে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ছাত্রজনতার বিজয়ের প্রতীক। এই দিনে দেশের মানুষ প্রমাণ করেছে, গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে তারা কখনো আপস করে না।” পরে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি এ কে এম সামছুল হক।
প্রধান বক্তা ছিলেন চান্দিনা উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এলডিপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম।
এছাড়াও উপস্থিত ছিলেন—
চান্দিনা পৌর এলডিপি সভাপতি সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন,চান্দিনা পৌর এলডিপি সাধারণ সম্পাদক শাহ আলম,
চান্দিনা উপজেলা এলডিপি সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সরকার,চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি সাইফুল ইসলাম বাবর,
চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূঁইয়া
চান্দিনা পৌর গণতান্ত্রিক যুবদল সভাপতি মনিরুল ইসলাম মাস্টার,চান্দিনা পৌর গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি
চান্দিনা উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু
মাধাইয়া ইউনিয়ন এলডিপি সভাপতি আব্দুস ছামাদ আড়ৎদার,মাধাইয়া ইউনিয়ন এলডিপি সহ-সভাপতি মনু মিয়া মেম্বার,মাধাইয়া ইউনিয়ন এলডিপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,চান্দিনা পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাত হোসেন,মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল নেতা আনিছুর রহমান,মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল নেতা আব্দুস সাত্তার,মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল নেতা সফিউল্লাহ
সমাবেশে নেতারা বলেন, এই বর্ষপূর্তির দিনটি শুধু উদযাপনের নয়, বরং নতুন করে আন্দোলনের শপথ নেওয়ার দিন। ভবিষ্যতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।