ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
৫ আগস্ট, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের বর্ষপূর্তি ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারত ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়নের ভূঁইয়া বাড়িস্থ শহীদ তায়িমের পারিবারিক কবরস্থানে এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ তায়িম ছিলেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ঢাকায় পুলিশের গুলিতে নিহত এক সাহসী তরুণ, যিনি চান্দিনার গর্ব হিসেবে সর্বস্তরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
শহীদ তায়িমের কবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক।
পরে সেখানে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মিজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর,চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম,উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর,উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী আব্দুল আহাদ,উপজেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুর রহমান সরকার,চান্দিনা পৌর জামায়াতের যুব বিভাগের সদস্য আবু হানিফ,এতবারপুর ইউনিয়ন জামায়াত সভাপতি আব্দুল কাদের,এতবারপুর ইউনিয়ন বিএনপি নেতা জামাল ভূঁইয়া,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চান্দিনা উপজেলা শাখার সাবেক মুখ্য সংগঠক মেহেদী হাসান সিয়াম,এতবারপুর ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক জাহিদ হাসান,যুব অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এম. এ. জামান।
বক্তারা বলেন, শহীদ তায়িম ছিলেন গণতন্ত্রকামী তরুণদের প্রতীক। তার আত্মত্যাগের মাধ্যমে একটি প্রজন্ম ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অনুপ্রাণিত হয়েছে। তাঁর স্মৃতি চির অম্লান রাখার জন্য চান্দিনাবাসী গর্বিত।
অনুষ্ঠানে বক্তারা শহীদ তায়িমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই দিনে সকল শহীদের আত্মত্যাগ স্মরণে দেশে গণতান্ত্রিক চেতনা ও অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।