নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও তুরস্ক — দুই ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধির অংশ হিসেবে বৃহস্পতিবার ( ০৭ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়।
এই চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যগণ সরকারি ও ব্যক্তিগত প্রয়োজনে টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে তুলনামূলকভাবে সুলভ মূল্যে ভ্রমণ করতে পারবেন।
চুক্তিটি বাস্তবায়নের ফলে সেনা সদস্যদের যাতায়াত ব্যয় হ্রাস পাবে এবং সরকারি অর্থের সাশ্রয় নিশ্চিত হবে। একইসঙ্গে, স্টার এলায়েন্সের সদস্য হিসেবে টার্কিশ এয়ারলাইন্স আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্রমণ সুবিধা প্রদান করবে, যা সেনাসদস্যদের জন্য আরও অধিক সাশ্রয়ী ও মানসম্মত হবে।
এই সমঝোতা স্মারক একদিকে যেমন বিদেশে দায়িত্ব পালনের সময় সেনাবাহিনীর অপারেশনাল কার্যকারিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে, তেমনি ব্যক্তিগত প্রয়োজনে গমনাগমনের ক্ষেত্রেও সদস্যদের জন্য সহায়ক হবে।