1. yeasinchandina98@gmail.com : দৈনিক কুমিল্লার সময় : দৈনিক কুমিল্লার সময়
  2. info@www.dainikcomillasomoy.com : দৈনিক কুমিল্লার সময় :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির অবস্থান কর্মসূচি ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে এম. এ. হান্নানকে চান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা চান্দিনায় ইবনে সিনা হাসপাতাল উদ্বোধন চান্দিনায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে প্রশাসনের অভিযানে ১২ টি মামলায় লক্ষ টাকা জরিমানা চান্দিনায় আবুল কাশেম অভির ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার দাউদকান্দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ফেন্সিডিলসহ দুই মাদককারবারি আটক চান্দিনায় টাইফয়েড জ্বর টিকাদান কর্মসূচির উদ্বোধন চান্দিনায় বেকু চালকের রহস্যজনক মৃত্যু চান্দিনা পৌর ভবনের উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

জামায়াতই রাজাকার বাহিনী গঠন করেছিলো: ড. রেদোয়ান

ইয়াছিন আরাফাত
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, এখনো দেশে কিছু মানুষ পাকিস্তানের স্লোগান দেয়। তারা স্বাধীনতাবিরোধী ছিলো এবং ১৯৭১ সালে রাজাকার হিসেবে কাজ করেছে। জামায়াতে ইসলামই একমাত্র দল যারা রাজাকার, আল বদর ও আল শামস বাহিনী গঠন করে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিলো। তারা মুক্তিকামী জনতাকে হত্যা করেছে, মা-বোনদের পাকিস্তানি সেনাদের হাতে তুলে দিয়েছে এবং হানাদার বাহিনীকে তথ্য সরবরাহ করেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বাড়েরা ইউনিয়ন এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. রেদোয়ান আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে তাদের কারণে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন বন্ধ হবে না। শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, কিন্তু জনগণ তা হতে দেয়নি।

বর্তমান সরকারের সমালোচনা করে সাবেক প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। জনগণের দ্বারা নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করাই এখন একমাত্র সমাধান।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাড়েরা ইউনিয়ন এলডিপি’র সভাপতি অধ্যাপক রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলডিপি সভাপতি একেএম শামসুল হক মাস্টার, এলডিপি কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের এবং সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ।

ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি ফরহাদ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা গণতান্ত্রিক কৃষক দল সভাপতি মোয়াজ্জেম হোসেন ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, এলডিপি নেতা ও সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন কালা, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

সম্মেলন শেষে পাঁচটি নতুন কমিটি ঘোষণা করা হয়—

ইউনিয়ন এলডিপি: সভাপতি জালাল উদ্দিন কালা, সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন (১০১ সদস্য বিশিষ্ট কমিটি)।

ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল: সভাপতি মো. রয়েল মিয়া রাফি, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল: সভাপতি মো. ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক নশু মিয়া।

ইউনিয়ন গণতান্ত্রিক কৃষক দল: সভাপতি আবু কালাম, সাধারণ সম্পাদক শাহিন মেম্বার।

ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল: সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে ইউনিয়নের প্রতিটি সংগঠন আরও শক্তিশালী হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট