ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের এএফএম উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন এলডিপি’র সভাপতি আব্দুল বারেক বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের এবং সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ।
ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন— উপজেলা গণতান্ত্রিক কৃষক দল সভাপতি মোয়াজ্জেম হোসেন ভূইয়া, এলডিপি নেতা মো. জাকির হোসেন ও মো. রশিদ, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি প্রভাষক ফারুক আল মামুন, সালাউদ্দিন সালু, আব্দুল মান্নান প্রমুখ।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি রাজিব ভূইয়া এবং উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি শাখাওয়াত হোসেন সাক্কু।
সম্মেলন শেষে পাঁচটি অঙ্গসংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
ইউনিয়ন এলডিপি: সভাপতি মোয়াজ্জেম হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম (১০১ সদস্য বিশিষ্ট কমিটি)।
ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল: সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক জাকির হোসেন।
ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল: সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক আক্তার হোসেন।
ইউনিয়ন গণতান্ত্রিক কৃষক দল: সভাপতি মো. কাশেম, সাধারণ সম্পাদক অলি উল্লাহ।
ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল: সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক সবুজ।
সম্মেলনে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব ইউনিয়নে সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করবে।