
ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলার এওয়াজবন্দ খালের উপর একটি বেইলী ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের আওতায় এই সেতুটি নির্মাণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গ্রামবাসীরা উপস্থিত থেকে নতুন সেতু নির্মাণের এ উদ্যোগকে স্বাগত জানান।
উদ্যোগটি বাস্তবায়ন করছে মাইজখার ইউনিয়ন পরিষদ প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি), চান্দিনা।
বেইলী ব্রীজ নির্মাণে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হয়েছে। বিশেষ করে এওয়াজবন্দ খাল পাড়ি দিতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীদের আর দুর্ভোগ পোহাতে হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল হক বলেন,
সরকার দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই সেতু নির্মাণে এলাকায় শিক্ষা,স্বাস্থ্য ও কৃষি খাতে সহজ যোগাযোগের সুযোগ তৈরি হবে।একইসঙ্গে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আসবে।
চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান,
এই বেইলী ব্রীজ শুধু স্থানীয় জনগণের জন্য নয়, পাশ্ববর্তী কয়েকটি ইউনিয়নের মানুষেরও যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে।
স্থানীয় কৃষক আব্দুল মালেক বলেন,
আগে ভাঙ্গা ব্রিজ দিয়ে খাল পার হয়ে হাটে যেতে অনেক কষ্ট হতো। এখন এই সেতু হয়েছে আমরা সহজেই কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে পারবো।
এক শিক্ষার্থী কাসপিয়া আক্তার জানান,
স্কুলে যেতে হলে ভাঙা ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে খাল পার হতে হতো।এখন নতুন সেতু হয়েছে ঝুঁকি ছাড়াই যাতায়াত করতে পারবো, পড়াশোনাও সহজ হবে।
স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন,
সেতুটি হয়েছে আমাদের ব্যবসার পরিধি বাড়বে। আশেপাশের গ্রামের মানুষও সহজে আসতে পারবে। এতে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।
এওয়াজবন্দ খালের উপর বেইলী ব্রীজ নির্মাণকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।বহুদিনের দাবির পর অবশেষে এই সেতু নির্মাণ করায় এলাকাবাসী স্বস্তি ও আনন্দ প্রকাশ করছেন। ব্রীজটি সম্পূর্ণ হয়েছে এলাকাবাসীর জীবনযাত্রায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছেন সবাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম, সদস্য, ৬ নং ওয়ার্ড, মাইজখার ইউনিয়ন পরিষদ।
উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু জাফর,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃফরহাদ আলম খান,
এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।