ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লার চান্দিনায় বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমআ হাই বখ্শীয়া দরবার শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে এ জুলুস আয়োজন করা হয়।
দরবার শরীফ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া জুলুসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও চান্দিনা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দরবার শরীফে গিয়ে সমাপ্ত হয়। এতে সহস্রাধিক ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন।
জুলুস শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির অগ্রগতি কামনায় মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাই বখ্শীয়া দরবার শরীফের পীর আল্লামা শাহ সূফী খাজা কাজী আবদুল হাই খোরশেদী বখ্শী আল-ক্বাদেরী। সভাপতিত্ব করেন শাহজাদা কাজী হাবিবুন নবী হাই বখ্শী আল-ক্বাদেরী।
সার্বিক পরিচালনায় ছিলেন দরবার শরীফের গদ্দীনিশীন শাহজাদা মাওলানা কাজী ফয়েজ আহমদ হাই বখ্শী আল-ক্বাদেরী এবং শাহজাদা কাজী গোলাম মাহাদী হাসান হাই বখ্শী আল-ক্বাদেরী।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— শাহ মোহাম্মদ শওকত জামান হাই বখ্শী, শাহ মোহাম্মদ আখতারুজ্জামান খাঁন হাই বখ্শী, শাহ মোহাম্মদ লেয়াকত আলী হাই বখ্শী, মাহাবুব হোসেন হাই বখ্শী, শাহ মোহাম্মদ সোহেল আহমেদ হাই বখ্শী, শাহ মোহাম্মদ আনোয়ার হোসেন হাই বখ্শী, শাহ মোহাম্মদ বাদল হোসেন হাই বখ্শী, শাহ মোহাম্মদ রাসেল হোসেন হাই বখ্শী, শাহ মোহাম্মদ বেলায়েত হোসেন হাই বখ্শী প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : ইয়াছিন আরাফাত, মোবাইল : ০১৭৯৫-৬২৬২৪০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত