ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের গাড়িতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের মোকামবাড়ি এলাকা থেকে তাকে আটক করে চান্দিনা থানা পুলিশ। পরদিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সুমন ভূইয়া উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের মৃত আব্দুস সামাদ ভূইয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৯ মে চান্দিনার রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ এর মমতাজ ভবনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। পথিমধ্যে তার গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় দুই বছর পর, ২০২৪ সালের ২৬ আগস্ট, ড. রেদোয়ান আহমেদ বাদী হয়ে সাবেক সংসদ সদস্য প্রাণ গোপাল দত্তসহ ৫৩ জনকে আসামি করে চান্দিনা থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি সুমন ভূঁইয়া। এছাড়া আরও একটি মামলাতেও তার নাম রয়েছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, সুমন ভূঁইয়া মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : ইয়াছিন আরাফাত, মোবাইল : ০১৭৯৫-৬২৬২৪০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত