ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মধুসাইর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। পরে ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গিয়ে স্থানীয় জনগণের হাতে লিফলেট পৌঁছে দেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আরশাদ,যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন,
কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম,পৌর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক সহিদুজ্জামান সরকার কমিশনার ও কামাল হোসেন কমিশনার,উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মুন্সী, যুগ্ম-আহ্বায়ক ইসমাইল হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ্ বাপ্পী,পৌর যুবদল আহ্বায়ক হাজী নূরুল ইসলাম কমিশনার, যুগ্ম-আহ্বায়ক মো. মনির খাঁন,উপজেলা মহিলা দল সাধারণ সম্পাদিকা নিলুফা আক্তার,এতবারপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রমিজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান,উপজেলা তাঁতীদল আহ্বায়ক মো. মোস্তফা কামাল,উপজেলা ছাত্রদল আহ্বায়ক শরীফ খাঁন
পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ফারুক খাঁন, সদস্য সচিব ই.ম. আসাদুজ্জামান শান্ত
পৌর ছাত্রদল আহ্বায়ক মাহাবুবুল আলম দোলন, সদস্য সচিব হানিফ মুন্সী,উপজেলা ওলামা দল আহ্বায়ক মাওলানা তাজুল ইসলাম,পৌর কৃষক দল সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম,জেলা শ্রমিক দল যুগ্ম-আহ্বায়ক মো. আলাউদ্দিন
এতবারপুর ইউনিয়ন যুবদল সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দয়াল,যুবদল নেতা আবু তাহের টিটু,৫নং কেরণখাল ইউনিয়নের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক আর্মি মোঃ রফিকুল ইসলাম মুন্সী প্রমুখ।
গণসংযোগ শেষে নেতৃবৃন্দ বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।