ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. বদিউল আলম আনন্দ টিভির সাংবাদিক ও চান্দিনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. আর. ইমরানকে মোবাইলে হুমকি ও অশোভন আচরণের ঘটনায় সাংবাদিক সম্মেলন করে ক্ষমা প্রার্থনা করেছেন।
তিনি জানান, সম্প্রতি তার বাড়ির পাশে নাল জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি ভরাট, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি খাল দখল ও ভরাটের অভিযোগে আনন্দ টিভির প্রতিনিধি এম. আর. ইমরানসহ কয়েকজন সাংবাদিক তথ্য সংগ্রহে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে পড়েন।
পরদিন বিকেলে মোবাইল ফোনে আলাপের এক পর্যায়ে সাংবাদিক ইমরানের সঙ্গে তিনি অনাকাঙ্ক্ষিতভাবে অশোভন ও কষ্টদায়ক শব্দ ব্যবহার করেন। এতে ইমরান মনঃক্ষুণ্ণ হলে পরে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন বদিউল আলম।
সাংবাদিক সম্মেলনে বদিউল আলম বলেন,
আমি আন্তরিকভাবে স্বীকার করছি, সেদিনের কথোপকথনে প্রফেশনাল আচরণের বাইরে গিয়ে ভুল করেছি। আমার শব্দচয়নের কারণে সাংবাদিক ইমরান ভাই কষ্ট পেয়েছেন। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আনন্দ টিভির প্রতিনিধি এম. আর. ইমরানসহ সকল সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চাইছি। ভবিষ্যতে সাংবাদিকদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের অঙ্গীকার করছি।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর বদিউল আলমের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে সাংবাদিক এম. আর. ইমরানকে হুমকি ও কটূক্তি করা হয়। এ বিষয়ে আনন্দ টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে।
ঘটনার পর চান্দিনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ হয়। পরে বদিউল আলমকে আদালতে প্রেরণ করে পুলিশ। এ বিষয়ে কুমিল্লার বিজ্ঞ আদালত তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের জন্য চান্দিনা থানা পুলিশকে নির্দেশ দেন।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদুল ইসলাম বলেন,বিষয়টি তদন্তাধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : ইয়াছিন আরাফাত, মোবাইল : ০১৭৯৫-৬২৬২৪০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত