ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা মোঃ বদিউল আলম স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
তিনি জানান, আদালতের রায় অনুযায়ী নিজ বাড়ির প্রয়োজনে জমি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছিলেন। এরই অংশ হিসেবে গত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আনন্দ টিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি এম আর ইমরানসহ কয়েকজন সাংবাদিক তথ্য সংগ্রহে আসেন।
পরদিন বিকেলে সাংবাদিক এম আর ইমরানের সঙ্গে ফোনে আলাপচারিতার এক পর্যায়ে অনাকাঙ্ক্ষিতভাবে কিছু অনুপযুক্ত ও কষ্টদায়ক শব্দ ব্যবহার করেন তিনি। এ ঘটনায় ইমরান মনঃক্ষুণ্ণ হলে পরে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন বদিউল আলম।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,আমি আন্তরিকভাবে স্বীকার করছি, সেদিনের কথোপকথনে প্রফেশনাল আচরণের বাইরে গিয়ে ভুল করেছি। আমার শব্দচয়নের কারণে সাংবাদিক ইমরান ভাই কষ্ট পেয়েছেন। এজন্য আমি অনুশোচনা করছি এবং আনন্দ টিভির প্রতিনিধি এম আর ইমরানসহ সকল সাংবাদিক ভাইদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
তিনি ভবিষ্যতে সাংবাদিকদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানোর অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকল সংবাদকর্মীর সহযোগিতা কামনা করেন।