1. yeasinchandina98@gmail.com : দৈনিক কুমিল্লার সময় : দৈনিক কুমিল্লার সময়
  2. info@www.dainikcomillasomoy.com : দৈনিক কুমিল্লার সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে এম. এ. হান্নানকে চান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা চান্দিনায় ইবনে সিনা হাসপাতাল উদ্বোধন চান্দিনায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে প্রশাসনের অভিযানে ১২ টি মামলায় লক্ষ টাকা জরিমানা চান্দিনায় আবুল কাশেম অভির ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার দাউদকান্দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ফেন্সিডিলসহ দুই মাদককারবারি আটক চান্দিনায় টাইফয়েড জ্বর টিকাদান কর্মসূচির উদ্বোধন চান্দিনায় বেকু চালকের রহস্যজনক মৃত্যু চান্দিনা পৌর ভবনের উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ চান্দিনায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঁইয়া মাদক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক

চান্দিনায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে প্রশাসনের অভিযানে ১২ টি মামলায় লক্ষ টাকা জরিমানা

ইয়াছিন আরাফাত
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

 

ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার

কুমিল্লার চান্দিনা উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র চান্দিনা বাজারে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা ধরে এ অভিযান চলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করে চান্দিনা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট গালিব, চান্দিনা থানার এসআই ইমাম হোসেন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালে চান্দিনা বাজারের প্রধান সড়ক, পৌর ভবনের সামনের এলাকা, বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক ও আশপাশের ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, স্টল ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ১২টি মামলায় মোট ১ লাখ ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

উচ্ছেদ অভিযানে বেশ কিছু দোকানদার ও হকারকে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করতে দেখা যায়। প্রশাসনের উপস্থিতিতে তারা দোকানপাট সরিয়ে নেন।

অভিযানের সময় অবৈধ দোকান থেকে জব্দ করা খাদ্যসামগ্রী স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বলেন,জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের উপর দখল করে দোকান বসানোর কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি হচ্ছিল। পথচারীদের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত পর্যবেক্ষণ ও অভিযান চলবে।

এদিকে স্থানীয়দের অনেকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, প্রতিদিন বাজার এলাকায় যানজট ও ভিড়ের কারণে চলাচলে সমস্যা হতো। রাস্তা দখলমুক্ত হওয়ায় এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন সাধারণ মানুষ।

চান্দিনা উপজেলা প্রশাসন জানিয়েছে, যানজট নিরসন, পথচারীর নিরাপদ চলাচল ও বাজার এলাকার শৃঙ্খলা ফেরাতে এমন অভিযান অব্যাহত থাকবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট