1. yeasinchandina98@gmail.com : দৈনিক কুমিল্লার সময় : দৈনিক কুমিল্লার সময়
  2. info@www.dainikcomillasomoy.com : দৈনিক কুমিল্লার সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে এম. এ. হান্নানকে চান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা চান্দিনায় ইবনে সিনা হাসপাতাল উদ্বোধন চান্দিনায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে প্রশাসনের অভিযানে ১২ টি মামলায় লক্ষ টাকা জরিমানা চান্দিনায় আবুল কাশেম অভির ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার দাউদকান্দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ফেন্সিডিলসহ দুই মাদককারবারি আটক চান্দিনায় টাইফয়েড জ্বর টিকাদান কর্মসূচির উদ্বোধন চান্দিনায় বেকু চালকের রহস্যজনক মৃত্যু চান্দিনা পৌর ভবনের উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ চান্দিনায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঁইয়া মাদক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক

চান্দিনায় ইবনে সিনা হাসপাতাল উদ্বোধন

ইয়াছিন আরাফাত
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে
Oplus_0

 

ইয়াছিন আরাফাত,স্টাফ রিপোর্টার

 

কুমিল্লার চান্দিনা উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চান্দিনা ইবনে সিনা হাসপাতাল নামের একটি আধুনিক প্রাইভেট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। উপজেলার প্রাণকেন্দ্রে কোর্ট মসজিদ সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত এই হাসপাতালটি।
বুধবার (২৩ অক্টোবর) সকালে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করে।

উদ্বোধনী দিনে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বসাধারণের জন্য বিশেষ ছাড় ঘোষণা করে। দিনব্যাপী ২৫ শতাংশ ছাড়ে সকল প্রকার প্যাথলজি পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়, যেখানে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম শিকদার, ব্যবস্থাপনা পরিচালক মো. সাঈদুজ্জামান রাসেল, ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশারসহ হাসপাতালের প্রশাসনিক ও চিকিৎসা বিভাগের কর্মকর্তারা।

উদ্বোধনী দিনে অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডা. আবু হাসনাত সরকার এবং মেডিকেল অফিসার ডা. মো. ওমর ফারুক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

চেয়ারম্যান মো. তাজুল ইসলাম শিকদার বলেন,আমাদের লক্ষ্য শুধুমাত্র ব্যবসা নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের স্বল্প খরচে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান উদ্দেশ্য। ভবিষ্যতে হাসপাতালটিতে আরও উন্নত চিকিৎসা ব্যবস্থা ও বিশেষায়িত বিভাগ চালু করা হবে।

হাসপাতালটির উদ্যোক্তারা জানান, এখানে অভিজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সদের তত্ত্বাবধানে সেবাগ্রহণকারীরা পাবে নিরবচ্ছিন্ন চিকিৎসা সহায়তা। পাশাপাশি জরুরি বিভাগ, প্যাথলজি, ফার্মেসি ও সেবা সহায়তা ইউনিট ২৪ ঘণ্টা খোলা থাকবে।

চান্দিনা ইবনে সিনা হাসপাতালের কার্যক্রম শুরু হওয়ায় এলাকায় স্বাস্থ্যসেবা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের বিশ্বাস, এ উদ্যোগ চান্দিনার সাধারণ মানুষের চিকিৎসা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট