স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সারাদিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত দেবিদ্বার আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নির্দেশে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি নেতৃত্বে চান্দিনার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
চান্দিনার বাগুর বাসস্ট্যান্ড এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অবস্থান কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ছেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি বলেন,
আওয়ামী লীগ এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। ভয়-ভীতি ও সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। বিএনপি দেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে কখনোই পিছিয়ে যাবে না।
তিনি আরও বলেন, আমরা জনগণের দলের কর্মী। ফ্যাসিস্ট সরকারের দমননীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি রাজপথে আছে, ভবিষ্যতেও থাকবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন
দেবিদ্বার উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহমান,
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল হক,
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সোহেল রানা নিরব,
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ,
দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকবুল হোসেন জয়,
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল ইসলাম,
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিল্লাল সরকার,
বরকামতা ইউনিয়ন যুবদলের সেক্রেটারি তাজুল ইসলাম,
বরকামতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আবদুল হালিম,
বরকামতা ইউনিয়ন যুবদলের সোহেল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : ইয়াছিন আরাফাত, মোবাইল : ০১৭৯৫-৬২৬২৪০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত