ইয়াছিন আরাফাত,স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় চান্দিনা উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আনন্দ টিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মিজানুর রহমান ইমরান, সাধারণ সম্পাদক শাহজালাল সরকার সাজু (মাই টিভি ও দৈনিক আমার দেশ), এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ইয়াছিন আরাফাত (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক কুমিল্লা প্রতিদিন)।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক বলেন,দেশের মানুষ সাংবাদিকদের সংবাদকে বিশ্বাস করে এবং গুরুত্ব দেয়। তাই সাংবাদিকদের উচিত যাচাই-বাছাই করে নির্ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা। বস্তুনিষ্ঠ সংবাদ মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করে এবং সত্য জানার সুযোগ সৃষ্টি করে।
সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দিনা পৌরসভার সাবেক মেয়র শাহ মোহাম্মদ আলমগীর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ, কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসীম উদ্দীন কনক, মোহনা টিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মোঃ শাহাব উদ্দিন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও কুমিল্লা ক্রাইম বার্তা সম্পাদক রেজাউল করিম রেজা,পৌর যুবদলের আহবায়ক মো: ফরহাদ করিম,ন্যাশনাল সাংবাদিক ইউনিয়ন কুমিল্লা জেলা সভাপতি মো: শাহিন মিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, চান্দিনা থানার এস আই ইমাম হোসেন, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুল কবির, চান্দিনা উপজেলা কৃষক দলের সদস্য সচিব ডা: জসীম উদ্দীন,পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক মোঃ ফারুক খান, গণধিকার পরিষদ এম এ জামান, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের চান্দিনা শাখার সভাপতি মাওলানা জোবায়ের খান ফরাজী,বাংলাদেশ ইসলামী আন্দোলন চান্দিনা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী ইসমাইল হোসাইন,এনসিপি ফাতেমা আক্তার প্রমুখ।
সভা পরিচালনা করেন সাংবাদিক আনিসুর রহমান আনাস।
এ সময় বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ইমরান, সাধারণ সম্পাদক শাহজালাল সরকার সাজু, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাতসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি একেএম আজাদ ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মাজহারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার পারভেজ শিমুল, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক মোঃ আবুল খায়ের ইমন, সহ-অর্থ সম্পাদক নূর মোহাম্মদ শ্রাবণ, প্রচার সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ রবিউল হাসান, আইন বিষয়ক সম্পাদক এটিএম ইমদাদুল ইসলাম রনি, এবং নির্বাহী সদস্য মোঃ আনিছুর রহমান আনাস, মোঃ ইব্রাহিম তাহসান, মোঃ মোশারফ হোসেনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভা শেষে অতিথিবৃন্দ নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও সফলতার শুভকামনা জানান।
প্রকাশক ও সম্পাদক : ইয়াছিন আরাফাত, মোবাইল : ০১৭৯৫-৬২৬২৪০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত