ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলায় সেনাবাহিনী ও যৌথবাহিনীর বিশেষ অভিযানে চারজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ অর্থ এবং মাদক সেবনের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
রোববার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাড়িখোলা এলাকায় দাউদকান্দি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন,স্থানীয়ভাবে কুখ্যাত ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত মোছাঃ রুমা, তার সহযোগী রিদয় মিয়া, মোঃ জাহাঙ্গীর এবং মোঃ শহিদুল ইসলাম। সেনাবাহিনীর দেওয়া তথ্যমতে, তাদের কাছ থেকে ২৯ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, নগদ ২৫ হাজার ৩২০ টাকা এবং ইয়াবা ও গাঁজা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সূত্রে জানা যায়, অভিযানের আগে মনিটরিং সেল থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের মাধ্যমে হাড়িখোলা এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ীর অবস্থান শনাক্ত করা হয়। এরপর দাউদকান্দি আর্মি ক্যাম্প থেকে একটি আভিযানিক দল সেখানে গিয়ে তাদের আস্তানায় তল্লাশি চালায়। এসময় চারজনকে হাতেনাতে আটক করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুলাই থেকে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য সেনাবাহিনী মাঠে রয়েছে। মোতায়েনের পর থেকে সেনাবাহিনী মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
বিশেষ করে গত ৪ সেপ্টেম্বর থেকে কুমিল্লা জেলায় যৌথবাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ড ও অনৈতিক কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে। এই অভিযানের অংশ হিসেবেই হাড়িখোলা এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার সম্ভব হয়েছে।
সেনা সূত্র জানায়, আটক চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ চান্দিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূল করা, অপরাধীদের আইনের আওতায় আনা এবং যুবসমাজকে রক্ষা করতে তারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। নিয়মিত অভিযানের মাধ্যমে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর।