ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে কুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নুরপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির সূচনা হয়। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ইউনিয়নের ১, ২ ও ৪নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ চলাকালে বিএনপির নেতাকর্মীরা সরকারের অনিয়ম, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ৩১ দফা কর্মসূচি একটি রূপকল্প—যার মাধ্যমে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে।
কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সহিদুজ্জামান সরকার কমিশনার, শুহিলপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রুস্তম আলী মাস্টার, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হাজী কাশেম, জয়েন্ট সেক্রেটারি মো. নাছির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কবির ডাক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. সাইফুল্লাহ্ বাপ্পী, যুগ্ম আহ্বায়ক মো. উজ্জ্বল হোসেন রানা, আহ্বায়ক সদস্য সাইদুল ইসলাম অভি, আল-আমিন সোহাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ খাঁন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. হানিফ মুন্সী, পৌর কৃষক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মুন্সী, সাধারণ সম্পাদক মো. আকবর মোল্লা, শুহিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক হোসাইন ও রাজু, নবীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা জানান, এ ধরনের কর্মসূচি ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে প্রতিটি গ্রামে ছড়িয়ে দেওয়া হবে। জনগণকে সম্পৃক্ত করেই গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আন্দোলনকে সফল করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।